বহিস্কারের পর সংসদে যা বললেন সুলতান মনসুর

শপথ নেওয়ার ছয় ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কৃত ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমেদ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। আজ ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বৈঠক। তখনই তাকে দেখা যায় অধিবেশন কক্ষে।

এদিকে বহিস্কারের পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মত সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন সুলতান মনসুর। সংসদে তিনি বলেন, ‘আমি গণফোরাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।’

এ সময় তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ঘটনাচক্রে যেই দল থেকেই নির্বাচিত হন না কে ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ স্লোগানের সঙ্গে কোন আপোষ নয়। এ সময় ৭ মার্চের ভাষণের বিষয়ে সুলতান মনসুর বলেন, ‘মূলত ৭ মার্চেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। একজন বেসামরিক ব্যক্তি হয়েও সেদিন তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এমনকি দেশ কিভাবে চলবে তার পরিপূর্ণ রূপরেখা দিয়েছেন।’

এ সময় সুলতান মনসুর আরও বলেন, ‘আমি গত ১৮ বছর রাজনৈতিক কারাগারে ছিলাম। এমপি না থাকলেও রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলাম না। বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুৎ হই নাই। আমি হয়ত আমার নেতাদের কিংবা সাবেক সহকর্মীদের সাথে সেই রূপে নেই। কিন্তু যেই বিশ্বাস নিয়ে রাজনীতি শুরু করেছিলাম সেই জায়গা থেকেই আছি।’

সুলতান মনসুর বলেন, ‘আমার রাজনীতিক জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে ঘিরে। আজ সেই ৭ মার্চে শপথ নিতে পারায় আমি নিজেকে সম্মানিত মনে করি।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর ও সংসদ নেত্রী শেখ হাসিনার কাছ থেকে যাবতীয় সহায়তা পাবেন বলেও আশা প্রকাশ করেন। তবে তিনি গণফোরাম থেকে বহিস্কারের বিষয়ে কোনো কথা বলেননি।