প্রায় সব দলেই দেখা যায় শেষের দিকে একজন ব্যাটসম্যান থাকে যিনি খুব দ্রুতই রান তুলতে পারেন। বলের ডাবল কিংবা ঝড়ো ব্যাটিং করার ক্ষমতা থাকে তার।
এখান দিয়ে ব্যাতিক্রম বাংলাদেশ। বলা যায়, শেষের দিকে কোন নির্ভরযোগ্য ব্যাটসম্যানই পাচ্ছেনা টাইগাররা।
শুরুতে আশা জাগিয়েছিল সাব্বির। কিন্তু ধারাবাহিকতার অভাব তার মধ্যে। নিজেকে হারিয়ে খোজার পর দেখা হল আরিফুল হক কে। কখনো আবার দেখা হল লিটন বা সৌম্যকে দিয়েও।
কিন্তু স্থায়ী সমাধান মিলেনি কখনোই। ৭-৮ নম্বরে একজন ঝড়ো ব্যাটসম্যানই পেলনা বাংলাদেশ যাকে নিয়ে ভরসা করা যায়।
এটা নিয়ে মাশরাফি বলেন, ‘আমার কাছে অনেক দিন থেকে একটা ব্যাপার মনে হয় যে আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। আসলে এক্ষেত্রে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না এবং গত দুই তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি।’
‘বিশ্বকাপে এমন কিছু ম্যাচ আসবেই। আর শুরুতে নয়টা ম্যাচ আছে, কিছু ম্যাচ আসবে যেগুলো এমন ক্লোজ হবে। এটি দলের জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং আমার বিশ্বাস যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো বা কমাতে পারবো। আমি বলতে চাইছি না যে শতভাগ সফলতা পাবো কারণ এটি অনেক দিন এবং প্রসেসের ব্যাপার। আশা করি সময়ের সাথে সাথে এটা ঠিক হবে।’