ক্রাইস্টচার্চের ঘটনায় এখনো বাকরুদ্ধ বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরেও রীতমত অসহায় ছিল বাংলাদেশের অবস্থা। তবে এখন পেছনে ফিরে তাকানো কিংবা শোককে বুকে নিয়ে বসে থাকার কোন সুযোগ নেই। কেননা, সামনেই অপেক্ষা করছে বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্য দল তৈরি করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচকরা।
এই ব্যস্ততা ঠিক কতটা? নির্বাচক হাবিবুল বাশারের কথায় অন্তত তেমন কোন কঠিন কাজ বলে মনে হল না। কেননা, বিশ্বকাপের মত আসরে কোন পরীক্ষা নিরীক্ষায় যাবেনা বাংলাদেশ এমনটাই জানিয়েছেন নির্বাচক বাশার।
হাবিবুল বাশার জানান, দল প্রায় তৈরি হয়েই আছে। সব সময় যারা ধারাবাহিক ভাবে ভালো খেলেছে তারাই সুযোগ পাবে দলে। বিশ্বকাপের মত বড় মঞ্চে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। যারা গত দুই বছর ধারাবাহিক খেলছেন তারাই বিশ্বকাপ দলে থাকছেন।
এটা থেকে হাবিবুল বাশার একটু ধারণা দিয়েই দিলেন কারা যাচ্ছে এবার বিশ্বকাপ খেলতে বাংলাদেশের হয়ে।