সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলঢব গ্রামে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে কাজি ও বর। বাল্যবিয়ে রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় তারা পালিয়ে যায়। আর মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান শুক্রবার (১ মার্চ) গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ বৈদ্যধলঢব গ্রামের আব্দুল করিম পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী ভেওয়ামাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মজনু মিয়ার (১৮) সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে সদার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে জানানো হয়। খবর পেয়ে সদর সেখানে অভিযানে যান তিনি।
ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে কাজি ও বরপক্ষ পালিয়ে যায়। এসময় কনের বাবাকে গুণতে হয় পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরবর্তীতে মেয়েকে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে নির্বাহী হাকিমকে মুচলেকা দেন বাবা করিম।