বল হাতে দারুণ সফল ছিলেন মোহাম্মদ আশরাফুল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন তিনি। গাজী গ্রুপের সেরা দুই ব্যাটসম্যান যখন ১০১ রানের জুটি বেধেছিলেন তখন আশরাফুলই সেই জুটি ভাঙেন।
বোলিংয়ে সফলতা পেলেও ব্যর্থ হলেন আসল কাজ ব্যাটিংয়ে। গাজী গ্রুপের দেয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মোহামেডান ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর উইকেটে আসেন আশরাফুল। কিন্তু তিনি মুখোমুখি হওয়ার প্রথম বলেই আউট হয়ে যান।
এই রিপোর্ট লিখা পর্যন্ত বেশ বিপদেই আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৫১ রান।