ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে ধোনি-কোহলিদের দুটি অনন্য উদ্যোগ

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর আজ তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে অনন্য এক উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের সেনাবাহিনীর ক্যাপ পড়ে আজ মাঠে নেমেছে ভারত।

দলের সবার হাতে ক্যাপ তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। মূলত ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে এমন উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এদিকে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে তৃতীয় ওয়ানডে ম্যাচের পারিশ্রমিক শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেবেন ভারতীয় ক্রিকেটাররা।

ম্যাচ শুরুর আগে এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমাদের দলের প্রত্যেক ক্রিকেটার এই ম্যাচের পারিশ্রমিক শহিদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেবে। দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করব, এমন কঠিন সময়ে শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।’