আইপিএলে রবিচন্দ্র অশ্বিনের মানকাড আউট নিয়ে ক্রিকেট মহলে চলছে বিতর্ক। বাটলারকে আউট করে বিতর্কের এই জন্ম দিয়েছেন ভারতীয় তারকা। এবার এই ঘটনার রেশ না কাটতেই আবারো একই আউট দেখা গেল। সেটাও আবার ভারতেই।
এক্ষেত্রে ব্যাটসম্যান অবশ্য ভদ্রতা দেখাননি। মাঠেই ক্ষোভ ঝেড়েছেন ব্যাট ভেঙে।
কেরালার একটি ক্রিকেট ম্যাচে ‘মানকাড’ আউটের শিকার হন ব্যাটসম্যান। রাগ ও ক্ষোভে মাঠেই উগরে দেন তিনি। মাঠের মধ্যেই ভেঙে ফেলেন ব্যাট। এরপর মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় বাউন্ডারি লাইনে থাকা চেয়ারে মারেন জোরে লাথি।