মুস্তফা-আনোয়ারের ব্যাটিং ঝড়ে উড়ে গেল যুক্তরাস্ট্র

আরব আমিরাত এবং যুক্তরাস্ট্রের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে জিতেছে আরব আমিরাত। ম্যাচে আরব আমিরাত জিতেছে ২৪ রানে।

প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে আরব আমিরাত। দলের রোহান মুস্তফা ৩৮ বলে ৪৫ রান করেন। সাথে সাইমান আনোয়ার মাত্র ৩০ বলে ৬২ রান করেন। ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কা মারেন আনোয়ার।

জবাব দিতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রানে থামে যুক্তরাস্ট্রের ইনিংস। স্টিভেন টেলর সর্বোচ্চ ৪০ বলে ৪৯ রান করেন। ২৬ বলে ৩১ রান করেন জাভিয়ার মার্শাল।

আরব আমিরাতের সুলতান আহমেদ ৩টি, জাহুর খান ও আহমেদ রেজ ২টি করে উইকেট লাভ করেন।