মেসি মাছি, সুয়ারেজ কুৎসিত

মার্সেলোর বিকল্প হিসেবে দলে এসেছিলেন সার্জিও রিগুইলন। কিন্তু দলে এসে এখন মার্সেলোর জায়গাটাই দখল করে ফেলেছেন তিনি। তার জন্য এখন মার্সেলোকেও বসে থাকতে হয় বেঞ্চে।

দারুণ নৈপুন্য দেখাচ্ছেন এই তরুণ লেফটব্যাক। তবে এতদিন তার মাঠের খেলা দেখলেও এবার তার মুখের খেলা দেখল সবাই। খেলার সাথে সাথে যে মুখটাও তার ভালই চলে।

এই ম্যাচে বেশ কয়েকবার রিয়াল ও বার্সা তারকাদের মধ্যে লেগে যায়। মেসির সাথে দ্বন্দ্ব বাধে রামোসের। পিকের সাথেও বেধে যায় রিগুইলনের। তবে ঝামেলাটা হয় সুয়ারেজের সাথে।

পিকের সাথে কথাকাটাকাটির সময় সুয়ারেজ এগিয়ে আসেন তাকে বুঝানোর জন্য। তখন সুয়ারেজ তার ঘাড়ে হাত রাখেন যে আবার পছন্দ হয়নি রিগুইলনের। তিনি বলেন- তুমি হলেন কুৎসিত। সুয়ারেজের সাথে বেধে যাওয়ার পর এগিয়ে আসেন মেসি। তখন রিগুইলন মেসিকে বলেন, পুলগা- যার বাংলা অর্থ মাছি।

এরপর মেসি তেড়ে গেলে ভারানের চেস্টায় থেমে যায় তর্ক। ম্যাচ শেষে আবার মাঠ ছাড়ার সময় সুয়ারেজ শোধ তুলেন। তিনি আবার দুই হাতে অঙ্গভঙ্গি করে বুঝিয়ে দেন- কেঁদো না খোকা।