ম্যাচে টিকে থাকতে হলে একটি কাজই এখন করতে হবে

ওয়েলিংটনে অনুষ্ঠিত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ মাঠে নেমেছে দুই দল। আর এই মাঠে নামার পর মাত্র বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ৬১ ওভারেই অল আউট করে দিয়েছে নিউজিল্যান্ড।

এর অর্থ আজকে আরো কমপক্ষে ৩০ থেকে ৩৫ ওভারে ব্যাটিংয়ের সুযোগ পাবে নিউজিল্যান্ড। হাতে আছে আরো দুটি দিন। তাই নিউজিল্যান্ড চাইবে প্রথম ইনিংসে বড় রান সংগ্রহ করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে যাতে করে এক ইনিংসেই জয় পাওয়া সম্ভব হয়। কেননা, দুই ইনিংস ব্যাটিং করতে গেলে এই ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা নেই।

তাই এই ম্যাচে নিজেদের বাঁচাতে এখন বোলারদের ভালো করতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের অনেক চাপে রাখতে হবে যাতে তারা রান নেয়ার জন্য পর্যাপ্ত সুযোগ না পায়। কেননা, রান নিতে না পারলেই কেবল ম্যাচটিতে বাংলাদেশ টিকে থাকবে।