আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডকে জয়ের জন্য ২১৭ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।
আজ পঞ্চম ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতে আয়ারল্যান্ডের বোলারদের তোপে পড়ে আফগানিস্তান। মাত্র ৫০ রানেই হারায় ৪ উইকেট। সেখান থেকে অধিনায়ক আসগর আফগান ও মোহাম্মদ নবি মিলে দলকে এগিয়ে নিয়ে যান।
এই দুজনের দুটিতে ১০০ পাড় হয় আফগানিস্তান। তবে দলীয় ১২৫ রানের মাথায় ৪০ রান করে নবি আউট হলে ভাঙে এই জুটি।
নবি আউট হওয়ার সাথে সাথেই আউট হয় নাজিবুল্লাহ জাদরান। তিনি করেন ৭ রান। এরপর রশিদ খান এসে যোগ দেন আসগরের সাথে। এই দুজনের জুটিতে শেষ পর্যন্ত যায় আফগানিস্তান। তবে শেষ ওভারের তৃতীয় বল খেলার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আসগর। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৮২ রান।
তার মাঠ ছাড়ার পর বাকি তিন বলে একটি ছক্কাসহ ৮ রান ও দুটি ওয়াইডের সাহায্যে মোট ১০ রান নেন রশিদ খান। সব মিলিয়ে ২৮ বলে ৩৫ রান করেন তিনি।