রিভিউতেও চুরি! অ্যারন ফিঞ্চের এ কেমন আউট

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অদ্ভুত এক আউট দেখল ক্রিকেট বিশ্ব যা দেখে অনেকেই সমালোচনায় মেতেছেন। অনেক সাবেকদের সাথে সাথে ক্রিকেটাররাও করেছেন সমালোচনা।

ম্যাচের ৩১তম ওভারে কুলদিপ যাদবের বলে এলবির আবেদন করে ভারত। আউট দেন আম্পায়ার। রিভিউ নেন ফিঞ্চ।

রিভিউতে দেখা যায়, বলটি মিডল স্টাম্পে পড়ে লেগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ সময় বল ট্র্যাকিং ব্যবহার করা হয়। সেখানে অবশ্য বল পিচ করার জায়গাটিই বদলে যায়! দেখা যায় বলটি লেগ স্টাম্পে পিচ করে মিডল স্টাম্পে গিয়ে আঘাত হানছে!

অথচ সাধারণ ভাবেই দেখা যাচ্ছিল বলটি বেড়িয়ে যাচ্ছে লেগ দিয়ে। কিন্তু ভিআরএসের ভুলে আউট হয় ফিঞ্চ। মাঠের আম্পায়ার সেই ভুলই বহাল রাখেন।

এরপরই তুমুল সমালোচনা। কেউ কেউ বলেন, ভারতীয়রা ভিআরএসেও প্রতারণা করছে।

এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে এমন সিদ্ধান্ত পেয়েছিল ভারত। হট স্পটে স্পষ্ট বলের ছাপ দেখা যাওয়ার পরও আউট হয়েছিলেন মিচেল।

ফিঞ্চের এমন আউট নিয়ে টিম পেইনও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ডিআরএস হতাশাজনক।

এই ঘটনার সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম। তিনি বলেন, আমরা কি এই ঘটনাটা এড়িয়ে যাচ্ছি যে বল ট্র্যাকিং তার পিচিং বাস্তবতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেখিয়েছে? আমি দেখেছি এটি মিডলে পিচ করেছে। এমন কি হতে পারে মিডল কিংবা অফের মাঝে। কিন্তু বল ট্র্যাকিং দেখাচ্ছে এটি লেগে পিচ করেছে। তবুও আউট কিন্তু বেশ অদ্ভুত!

এছাড়াও ইএসপিএন ক্রিকইনফোর প্রতিনিধি রওনক কাপুর বলেন, বল ট্র্যাকার একদম সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় বল পিচিং দেখিয়েছে। হয়তো তবুও আউট কিন্তু উদ্ভট।