উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে আয়াক্সের বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ। আর এই হারে তিন বছর পর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল দলটি।
রিয়াল মাদ্রিদ যখন ইউরোপে রাজত্ব করছে, তখন এই প্রতিযোগিতায় অসহায় বার্সালোনা। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারে খুশি হওয়ারই কথা তাদের।
তবে দলটির তারকা লুইস সুয়ারেজের আনন্দটা যেন একটু বেশিই। কেননা, এক সময় তিনিও ছিলেন আয়াক্সের খেলোয়ার।
রিয়াল মাদ্রিদ হারের পর সুয়ারেজ পোষ্ট করেন- “অভিনন্দন, আমি সব সময় আয়াক্সের এক ভক্ত।”