রিয়ালে যোগ দিয়েই এক ব্রাজিলিয়ানকে কিনলেন জিদান

দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন জিনেদিন জিদান। আর কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েই খেলোয়াড় কেনায় ব্যস্ত হয়ে পড়েছেন জিদান। প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান এদের মিলেতোকে কিনেছেন জিদান।

পর্তুগিজ ক্লাব পোর্ত থেকে ৫০ মিলিয়ন ইউরোতে মিলেতোকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ছয় বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমেই রিয়ালের সঙ্গে যোগ দিবেন মিলেতো।

এরই মধ্যে ব্রাজিল দলের হয়ে খেলেছেন তিনি। পর্তুগালের ক্লাব পোর্তোয় দুর্দান্ত খেলে সেরা ডিফেন্ডারের খেতাব পেয়েছেন তিনি।

এক বিবৃতিতে মিলেতোকে কেনার ব্যাপারে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘এদের গ্যাব্রিয়েল মিলেতো ২০২৫ সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন।’

রিয়াল আরো জানিয়েছে, ‘পর্তুগিজ লিগে প্রথম বছরই তারকা বনে গেছেন মিলেতো। পরপর পাঁচ মাস তিনি ওই লিগের সেরা ডিফেন্ডারের তকমা জিতেছেন। তার গতি, পজিশন এবং ভালো করার ক্ষুধা দেখার মতো। বাতাসের বলেও দারুণ দক্ষ তিনি। পোর্ততে যোগ দিয়ে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছেন এই ব্রাজিলিয়ান।’