এই মৌসুমেই রোমা ছেড়ে লিভারপুলে এসেছিলেন ব্রাজিলিয়ান নাম্বার ওয়ান গোলকিপার অ্যালিসন বেকার। আর প্রথম মৌসুমেই ছুটছেন রেকর্ডের পেছনে।
২০০৫/০৬ মৌসুমের পর প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ক্লিনশিট ধরে রাখা গোলকিপার তিনি। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত ১৭টি ক্লিনশিট রেখেছেন।
এর আগে ২০০৫/০৬ মৌসুমে পেপে রেইনা অভিষেক মৌসুমে ২০টি ক্লিনশিট রেখেছিল। অ্যালিসনের হাতে আরো ৯টি ম্যাচ আছে। এই ৯টি ম্যাচে ৩টি ক্লিনশিট রাখতে পারলে ছুয়ে ফেলবেন রেইনাকে। আর ৪টি রাখতে পারলে ছাড়িয়ে যাবেন তাকেও।
তবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ক্লিনশিটের রেকর্ড গড়তে হলে আরো ৭টি ম্যাচে নিজের বারপোস্ট অক্ষত রাখতে হবে অ্যালিসনকে। সাবেক চেলসি লিজেন্ড পিটার চেক এক মৌসুমে ২৪টি ক্লিনশিট রেখেছিল।