ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকে মাঠে নামবে কিংস ইলিভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামবেন টি-টুয়েন্টির ঘূর্নিঝড় খ্যাত ক্রিস গেইল।
এই ম্যাচে গেইলের সামনে রয়েছে রেকর্ডের হাতছানি। আইপিএলে সবচেয়ে দ্রুততম চার হাজার রান করা ব্যাটসম্যান হওয়ার সামনে এখন দাড়িয়ে আছেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
আইপিএলে গেইলের রান এখন ৩৯৯৪। আর একটি ছক্কাই যথেষ্ট তার চার হাজার রান পূর্ন করার জন্য। এই জন্য গেইলের প্রয়োজন হয়েছে ১১১ ইনিংস। আজ যদি গেইল ৪০০০ রান পূর্ন করতে পারেন তাহলে তিনিই হবেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ৪ হাজার করা ব্যাটসম্যান।
এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত চার হাজার রান পূর্ন করেছেন ডেভিড ওয়ার্নার। তার প্রয়োজন হয়েছে ১১৪টি ইনিংস।