বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। দুজনে মিলে ৭৫ রানের জুটি গড়ে ওপেনিংয়ে নেমে।
প্রথম টেস্ট ম্যাচেও দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ ওপেনিং জুটি গড়েছিলেন তামিম ও সাদমান। তাই দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে পঞ্চাশোর্ধ ওপেনিং জুটি গড়ে ২০ বছর আগের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন তামিম ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী দল হিসেবে ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ ওপেনিং জুটি গড়েছিল দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন ও হার্শেল গিবস জুটি। টানা তিন ইনিংসে তারা করেছিলেন ৭৬, ১২৭ ও ৭৩ রান।
এই রেকর্ড তারা করেছিল ১৯৯৯ সালে। আর সেই রেকর্ডটিই এবার ভেঙে দিল তামিম ও সাদমান।