স্পানিশ লা লিগায় শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সালোনা। গতরাতে তারা রায়ো ভালেকানোকে ৩-১ গোলে হারিয়েছে।
বার্সালোনার মাঠে অবশ্য বার্সাকে চমকে দিয়েছিল ভালেকানো। ২৪ মিনিটের মাথায় রাউল ডি থমাসের গোলে এগিয়ে যায় রায়ো। তবে ১৪ মিনিট পরই জেরার্ড পিকের গোলে সমতায় ফেরে বার্সালোনা। বিরতি পর্যন্ত ১-১ গোলেই সমতা ছিল।
বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন লিওনেল মেসি। আর ম্যাচের ৮২ মিনিটে সুয়ারেজের গোলে বড় জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সবার উপরেই রইল বার্সালোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।