শোভনের হারের কারণ জানালেন এজিএস সাদ্দাম

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের নুরুল হক নুর সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ২৫তম ভিপি হিসেবে ডাকসুর গৌরবমাখা ইতিহাসের অংশ হলেন তিনি। আর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে জয় পেয়েছেন গোলাম রাব্বানী এবং এজিএস হিসেবে জয় পেয়েছেন সাদ্দাম হোসেন। আর তারা দুইজনই ছাত্রলীগের ব্যানারে নির্বাচন করেন।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

এ দিকে, ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরসহ আন্দোলনকারীদের ১০ জন প্রতিনিধি আজ বুধবার (১৩ মার্চ) ডাকসু পুনঃর্নির্বাচনের দাবিতে উপাচার্যকে কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন ।

এ সময় নির্বাচন বর্জনকারী বাম জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা দাবি করেছে, যতক্ষণ পর্যন্ত পুনঃতফসিল ঘোষণা করার আগ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রোপান্ডা ভিত্তিক রাজনীতি এবং কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপার উদ্ধার করে মিডিয়া ট্রায়ালসহ কয়েকটি কারণে ডাকসু সভাপতি প্রার্থী রেজওয়ানুল হক শোভন পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন, নবনির্বাচিত ডাকসুর এজিএস এস সাদ্দাম হোসাইন।

এ সময় তিনি আন্দোলন না করে ভোটারদের রায় মেনে নিতে সবার প্রতি অনুরোধ জানান।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অরণী সেন বলেন, আমরা এখানে দাঁড়িয়ে সব সন্ত্রাসীকে রুখে দিবো। সেটা গতকাল টিএসসিতে যারা হামলা করতে এসেছিল। কিংবা ভোটের দিন ভোট চুরি করেছিল তাদেরকে আমরা রুখে দিবো।