বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত। এদিকে দ্রুত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের বিমানে চেপে বসার আগে নিজের সন্তানের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া স্ট্যাটাসে জাতীয় দলের ক্রিকেটার লিখেছেন, ‘বাবা তোমাকে মিস করবো। শুভাকাঙ্ক্ষীরা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবো সবার মাঝে। ভালোবাসি সবাইকে।’
এর আগে বিপিএল চলাকালীন সময়েই রুবেল অসুস্থতা অনুভব করেন। তারপর বিসিবির মেডিকেল টিমের সাথেও কথা বলেন। আশ্বাস পান তাদের সাহায্যেরও।
এদিকে জানা গেছে, রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকার চাহিদার কথা জানতে পেরে রুবেলের সহায়তায় এগিয়ে আসেন ক্রিকেট অঙ্গনের অনেকেই।