সফিউল তান্ডবের পরও লড়াকু সংগ্রহ গাজী গ্রুপের

মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার আজকের ম্যাচে ছিল দারুণ উত্তেজনা আর অবিশ্বাস্য সব ঘটনা।

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র সফিউল ইসলামের বোলিং তান্ডবে মাত্র ২৬ রানেই ৬ উইকেট হারায় ইমরুল কায়েসের গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরমধ্যে সফিউল একাই তুলে নেন ৫টি উইকেট। অন্য উইকেটটি নেন আলাউদ্দিন বাবু।

মেহেদী হাসান ১, ইমরুল কায়েস ৭, রনি তালুকদার ০, সামসুর রহমান ০, পারভেজ রসুল ৬ ও রায়হান উদ্দিন আউট হয়েছিলেন ২ রান করেই।

এরপরই ঘুড়ে দাড়ানোর শুরু গাজী গ্রুপের। আর এই ঘুড়ে দাড়ানোর নায়ক তৌহিদ তারেক ও সামসুল ইসলাম। দুজনে মিলে ১০১ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তুলেন তারা। তবে দলীয় ১২৭ রানের মাথায় তৌহিদ তারেক ৫৬ রান করে আশরাফুলের বলে আউট হলে ভাঙে এই জুটি।

এরপর বোলারদের নিয়ে কিছুটা একাই লড়াই করেন সামসুল ইসলাম। তাকে ভালই সঙ্গ দেন আবু হায়দার (২৬)। তবে সোহাগ গাজীর শেষ দিকের বোলিং নৈপুন্যে ২০০ ছাড়ানো হয়নি গাজীর। ৭১ রান করে অপরাজিতই থাকেন সামসুল ইসলাম।