সব টেস্ট খেলুড়ে দেশকে মোহাম্মদ নবীর হুঙ্কার

নিজেদের ইতিহাসের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। নিজেদের অভিষেক টেস্টে শক্তিশালী ভারতের কাছে মাত্র দুদিনেই হেরেছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই জয় পেয়েছে তারা। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় আফগানিস্তান।

আর এমন জয়ের পর টেস্টের অন্য সদস্যদের রীতিমত হুঙ্কারই দিয়ে রাখলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার মতে, টেস্টে সব দলকে হারানোর ক্ষমতা রাখে আফগানিস্তান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা পুরো আফগানিস্তানের জন্য ঐতিহাসিক এক দিন। বিশেষ করে যে ছেলেরা শূন্য থেকে টেস্ট ক্রিকেট পর্যন্ত আমাদের নিয়ে এসেছে তাদের জন্য। আমরা দুই ম্যাচ খেলেছি, এর মধ্যে একটি জিতেছি।’

তিনি আরো বলেন, ‘যখন আপনি জিতবেন, তখন দলগুলো বলবে তাদের ওখানে গিয়ে খেলার কথা। কেউই দুর্বল নয়। তারা ভাবতে পারে আফগানিস্তান দুর্বল। কিন্তু এতটা নয় যে তাদের সঙ্গে লড়াই করতে পারব না। আমাদের বিশ্বসেরা স্পিনার আছে। যদি আমরা ব্যাটিংয়ে মনোযোগ দিয়ে বোর্ডে ভালো পুঁজি দিতে পারি। তবে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারব।’