গতরাতে রেকর্ডের বন্যার এক ম্যাচ দেখল পিএসএল। লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার সেই ম্যাচে রেকর্ড হয়েছে বেশ কয়েকটি।
এই কয়েকটি রেকর্ডের একটি হল এই ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে ইসলামাবাদ ইউনাইটেডের তারকারা। ম্যাচে ১৬টি ছক্কা মারে তারা।
নাহ, সব মিলিয়ে এটা রেকর্ড নয়, তবে পিএসএলে এক ইনিংসে এর আগে এত ছক্কা মারেনি কোন দলই।
এই ম্যাচে ইসলামাবাদ তারকা ডেলপোর্ট ৬টি , চ্যাডউইক ওয়ালটন ৪টি এবং আসিফ আলী ৬টি ছক্কা মারেন।
এছাড়াও এটি ছিল পিএসএলে এক ইনিংসে সর্বোচ্চ রানের ম্যাচ। ইসলামাবাদ প্রথমে ব্যাটিং করে ২৩৮ রান করে এই রেকর্ড গড়েছিল।