সাকিবের আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন পাপন

বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টেও খেলা হয়নি সাকিবের।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব ইনজুরি কাটিয়ে পুরোপুরি উঠার জন্য তিনি সাকিবকে তৃতীয় টেস্টে না খেলানোর পক্ষে। একই সঙ্গে সাকিবের আইপিএলে খেলা নিয়েও কথা বলেছেন পাপন।

তিনি বলেন, ‘যদি সে পুরোপুরি সুস্থ না হয়, তাহলে কিভাবে আইপিএল খেলবে? এটা তো এমন নয় যে সে জাতীয় দলের জন্য আনফিট আর আইপিএলের জন্য ফিট।’

তিনি আরো বলেন, ‘যদি সে পুরোপুরি সুস্থ হয় এবং ডাক্তারও বলে তবে সে আইপিএল খেলতে পারবে… আমরা চাই সে আইপিএলও খেলুক, জাতীয় দলের হয়েও খেলুক। সবকিছু তার ফিটনেসের ওপর নির্ভর করছে।’