পাকিস্তান সুপার লিগ পিএসএলে আজকের মহাগুরুত্বপূর্ন ম্যাচে মাঠে নামছে লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচে যে জিতবে তারই সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।
তবে এই সুযোগ একটু বেশিই থাকবে ইসলামাবাদের জন্য। কেননা ৯ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ইসলামাবাদ এই ম্যাচে জিতলে ১০ পয়েন্ট হয়ে যাবে।
অন্যদিকে ৮টি ম্যাচ খেলেছে লাহোর। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬। শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে পরের দুটি ম্যাচেই জিততেই হবে তাদের।
এই দুই দলের সাথে লড়াইয়ে আছে করাচি কিংস। তাদের সংগ্রহও ৮ ম্যাচে ৮ পয়েন্ট। তাই তারা আবার বাকি দুই দলের থেকে সুবিধাজনক অবস্থানে আছে।