৯৫ রান করে আউট হলেন রোহিত শর্মা

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে রানের পাহাড়ের দিকে যাচ্ছে ভারত। আর এই পাহাড়ের দিকে যাওয়ার পথে বেশ হতাশই হতে হল দলটির ওপেনার রোহিত শর্মাকে।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। আগের তিন ম্যাচেই ব্যর্থ ভারতের ওপেনিং জুটি এদিন জ্বলে উঠে একসাথে। আর রোহিত-ধাওয়ান মিলে ১৯৩ রানের জুটি গড়েন মাত্র ৩১ ওভারেই।

এই জুটি ভাঙে রোহিত শর্মা আউট হলে। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে রিচার্ডশনের বলে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ তুলে বিদায় নেয় রোহিত শর্মা।