‘অনেকখানি মৃত্যু হলো আজ প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের!’

দীর্ঘ ২৮ বছর অপেক্ষার পর অবশেষে আজ ১১ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ছাত্রলীগ ছাড়া এ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্যানেল নির্বাচন বর্জন করেছে।

এদিকে নির্বাচন বর্জনকারীদের অভিযোগ, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে দখল, জালভোট, ব্যালট ছিনতাই ও বিরোধী প্যানেলের প্রার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেছে।

এদিকে অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচনের প্রধান প্রিজাইডিং অফিসারকে সাধারণ ছাত্রছাত্রীরা ধাওয়া করেছে। তাছাড়া এই নির্বাচন নিয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, ‘আমি খুব আনন্দিত অনুভব করছি।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেভাবে সুশৃঙ্খলভাবে পারস্পরিক শ্রদ্ধা রেখে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে তা প্রশংসনীয়। এটা আমাদের অনুপ্রেরণা দেয় সামনের দিনগুলোতে ডাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত করার।’

এদিকে ঢাবি ভিসির এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে বিদেশে নানান ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল আজ সোমবার তার নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ইসি পারে, আর ভিসি পারবে না? অনেকখানি মৃত্যু হলো আজ প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়-এর!’