অনেক নিয়ম বদলে যাচ্ছে ফুটবলে

জুন ১, ২০১৯ থেকে ব্যাপক পরিবর্তন আসছে ফুটবলের বিভিন্ন নিয়মে। তবে ছোট বড় এই সকল পরিবর্তের মধ্যে পাঁচটি নিয়মে আসছে বড় পরিবর্তন। এই পাঁচটি পরিবর্তন হল..

১. খেলার মধ্যে যদি পেনাল্টি হয় এবং সেই পেনাল্টি গোলরক্ষক আটকে দেয় কিংবা পোস্টে প্রতিহত হয়, তাহলে ফিরে আসা বলে গোল করার সুযোগ থাকে। কিন্তু নতুন নিয়মে এই সুযোগ থাকবে না। খেলা আবার নতুন করে শুরু হবে গোলকিকের মাধ্যমে।

২. জুনের এক তারিখ থেকে ডিবক্সের ভেতরে হাতে বল লাগলেই এক গোল দেয়া হবে। সেটা ইচ্ছা বা অনিচ্ছা যাই হোক।

৩. এখন বদলি খেলোয়ার যে পাশ দিয়ে নামে, মাঠের খেলোয়ার সেখান দিয়েই উঠতে হয়। কিন্তু নতুন নিয়মে মাঠে থাকা খেলোয়ার মাঠের যেকোন প্রান্ত দিয়েই মাঠ ছাড়তে পারবে।

৪. বর্তমানে গোলকিকের সময় খেলোয়ার ডিবক্সের ভেতরে বল টাচ করতে পারেনা। কিন্তু নতুন নিয়মে বল টাচ করতে পারবে।

৫. খেলোয়াররা যেমন লাল কার্ড এবং হলুদ কার্ড দেখেন, ঠিক তেমনি ভাবে লাল কার্ড বা হলুদ কার্ড দেখবেন কোচও।