অবসর ভেঙে ফিরবেন কুক!

জাতীয় দলের কয়েকজন সতীর্থের সাথে রাগ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার কুক। ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে ১৪৭ রান করেছিলেন তিনি।

অবসরের পর ক্রিকেটে তার অবদানের জন্য সম্মানজনক নাইটহুড, নামের সঙ্গে যোগ হয়েছে স্যার উপাধি। তবে ভক্তদের দাবী ছিল আরো কিছুদিন খেলে যাওয়ার। তবে এবার তার অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন রায়ান টেন ডোশকাটে যিনি কুকের কাউন্টি ক্লাব এসেক্সের অধিনায়ক।

স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ডোশেট বলেন, ‘অবশ্যই সম্ভাবনা আছে। তার সঙ্গে কথা বলে এবং মানসিক অবস্থার কথা বিবেচনা করে বলতে পারি যে এটা বলা হয়তো খানিক ঝুঁকির। তবে আমি জানি সে ইংল্যান্ড ক্রিকেটকে কতোটা ভালোবাসে এবং এর জন্য কতটা পরিশ্রম দিতে রাজি।’

ডোশেট আরও বলেন, ‘আমি তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। সে যদি মনে করে এবং ভালো খেলতে থাকে তাহলে হয়তো ফেরার ইচ্ছা জাগতেও পারে। আর আমি মনে করি তার জাতীয় দলে না ফেরার কোনো কারণ নেই। চাইলেই ফিরতে পারবে।’