অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৩১ রান করেছে শ্রীলঙ্কা। এবার ২৩২ রানের টার্গেটে ব্যাটিং করবে প্রোটিয়ারা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩ রানেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ডিকওয়েলা ৮ ও উপুল থারাঙ্গা ৯ রান করে আউট হয়।

এরপর কুশাল পেরেরা ও ওসাদা ফার্নান্দো দলের হাল ধরেন এবং রানকে নিয়ে যায় ৯৯তে। ১০০ রানের কাছে গিয়ে পরপর দুটি উইকেট হারায় লঙ্কানরা। ৯৯ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রান করে কুশাল পেরেরা এবং ১০১ রানের মাথায় ব্যক্তিগত ৪৯ রান করে ওসাদা ফার্নান্দো রান আউট হলে বিপদে পড়ে লঙ্কানরা।

এরপর আরেকটি দারুণ জুটি বাধেন কুশাল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। দুজনে মিলে ৯৪ রানের জুটি গড়েন। দলীয় ১৯৫ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ রান করে সিলভা আউট হলে ভাঙে প্রতিরোধ। এরপর ফিরে যান কুশাল মেন্ডিসও। তিনি আউট হন ৬০ রান করে।

বাকিরা আর কোন প্রতিরোধ গড়তে না পারলে ৪৭ ওভারে ২৩১ রান করেই অল আউট হয় শ্রীলঙ্কা।