অশ্বিন কাণ্ডে সমালোচনার ঝড়, প্রশংসাই ভাসছেন গেইল

গতকাল ২৫ মার্চ সোমবার আইপিএলে লড়াই ছিল কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের। আর এই ম্যাচে ঘটল এক লজ্জাজনক ঘটনা। যা নিয়ে ক্রিকেট পাড়ায় বইছে সমালোচনার ঝড়। একজন জাতীয় দলের ক্রিকেটার হিসেবে কিভাবে এই নিচু কাজটি করলেন। সবার মুখে ছি…ছি অশ্বিন। এটা যে শুধু পাড়ার ক্রিকেটার অথবা চায়ের দোকেন আলোচনায় নয় সমালোচনা চলছে বিশ্বব্যাপী।

ম্যাচের ১৩তম ওভারের শেষ বল। জয় থেকে ৭৭ রান দূরে রাজস্থান রয়্যালস। বল করতে যাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বল করতে গিয়ে দেখলেন উইকেট ছেড়ে বেড়িয়ে আছেন নন স্ট্রাইকে থাকা বাটলার। বল না করে স্টাম্প ভেঙে দিলেন। হতভম্ব বাটলারের দুশ্চিন্তা বাড়িয়ে আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সহযোগিতা চাইলেন। আউট! ব্যস, জমে উঠল বিতর্ক।

আর সেই ঘটনার পরেই টুইটারে শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার জোয়ার। ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক মর্গ্যানের টুইট, ‘বিশ্বাসই করতে পারছি না। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে এর চেয়ে শোচনীয় উদাহরণ আর কিছু হতে পারে না।’

এদিকে ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়ের টুইট, ‘অশ্বিনের এই ক্রিকেটীয় আচরণে লজ্জিত। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।’ তাছাড়া দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন টুইটারে লিখেছেন, ‘ক্রিকেটীয় স্পিরিটের কোনও সম্মানই প্রাপ্য নয় অশ্বিনের জন্য।’

এদিকে প্রাক্তন ভারতীয় তারকা মোহাম্মদ কাইফের টুইট, ‘হয়তো নিয়মের মধ্যে থেকেই অশ্বিন আউট করেছে। কিন্তু ওর এক বার বাটলারকে সতর্ক করা উচিত ছিল। সেটা না করাতেই বিস্মিত।’ কাইফ টুইটে আরও লিখেছেন, ‘এর আগেও একটা আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন এই ঘটনা ঘটিয়েছিল। শেবাগ সেই আবেদন পরে ফিরিয়ে নিয়েছিল।’ এদিকে পিয়ের্স মর্গ্যানের টুইট, ‘এই অক্রিকেটীয় আচরণের জন্য লজ্জাবোধ করছি।’

তবে সমালোচনার পরে অশ্বিন বলেন, ‘এ ব্যাপারে কোনও তর্ক করতে চাই না। আমি সেই মুহূর্তে বলটা করার আগেই বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওই সময় কী করা উচিত, সেটা আমার হাতেই ছিল। কারণ সেটা বোলিং প্রান্ত। আমরা ঠিক কাজই করেছি। এ রকম আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাটসম্যানদের তাই সতর্ক থাকা উচিত।’

এদিকে, অশ্বিনের সমালোচনার দিনে প্রশংসায় ভাসছেন গেইল। সেই বাটলারকে একই কাণ্ড করেছিলেন তার সতীর্থ গেইল। অবশ্য সেটা আইপিএলে নয়। জাতীয় দলে হয়ে খেলার মধ্যে মজার ছলে বল হাতে আসেন গেইল। ইংল্যান্ডের বিপক্ষে বোলিং হাতে গেইল বল নিয়ে দৌড়াচ্ছেন তখন ব্যাটসম্যান ক্রিজে থেকে বেরিয়ে গেলেন। তবে অশ্বিনের মত গেইল আউট করেনি। তিনি স্ট্যাম্পের কাছে এসে হাসছেন আর হাত দিয়ে বল লাগানোর ভাব নিচ্ছেন।

তবে এটা যদি আম্পায়ার আউট দিতেন অশ্বিনের মতো বিতর্ক গতো না। কারণ গেইল আসার আগেই ক্রিজ ছেড়েছেন ব্যাটসম্যান। যা নিয়ে আম্পয়ারও হেসেছেন। সত্যিকার অর্থে ক্রিকেট তো এমনি হয়। তবে গত কাল অশ্বিন ছোট মনেরই পরিচয় দিলেন। আর গেইলের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চাউর করে ক্রিকেটপ্রেমীরা।‘সুযোগ পেয়েও গেইল মজা করেছেন আর অশ্বিন কি করলেন?’