অস্ট্রেলিয়াকে পাকিস্তান ভেবে চরম শিক্ষা পেল ভারত

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতি কাশ্মীরের ঘটনার প্রভাব পড়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও। এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুরোধ উপেক্ষা করে বিতর্ক আরও উসকে দিয়েছে অস্ট্রেলিয়া।

এদিকে গতকাল ২৭ ফেব্রুয়ারি বুধবার ভারতকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। কিন্তু এ ম্যাচে নয়, বিতর্কটা প্রকাশ্যে আসে প্রথম টি-টোয়েন্টিতে। কাশ্মীর হামলায় নিহতদের স্মৃতির স্মরণে ওই ম্যাচ শুরুর আগে মাঠে নীরবতা পালন করে ভারত। আর কালো ব্যাজ পরে খেলেন ভারত দল।

এদিকে জানা যায়, সেই ম্যাচে কালো ব্যাজ পরে অস্ট্রেলিয়াকে মাঠে নামতে অনুরোধ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু তা উপেক্ষা করেন অজি ক্রিকেটাররা। অনুরোধ সত্ত্বেও কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামতে অস্বীকার করেন অজি ক্রিকেটাররা।

আর এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘটা করে বলা বলি হচ্ছে, অস্ট্রেলিয়াকে অনুরোধ করাই ভুল হয়েছে ভারতের। আর সে জন্যই অপমানিত হতে হল ভারতকে।