আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি কিন্তু নেই কোনো শিরোপা

চলতি মাসেই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের এবারের আসরের।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে অভাগা দল হচ্ছে ব্যাঙ্গালুরু। কেননা তারা এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি। অথচ বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো বিশ্ব কাঁপানো তারকা খেলেছে দলটিতে।

এদিকে আইপিএলের পরিসংখ্যান বলছে, আইপিএলের এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো দল ব্যাঙ্গালুরু। তারা সর্বোচ্চ ১২টি সেঞ্চুরি হাঁকিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। এ তালিকায় শীর্ষ তিনে থাকা দলগুলো এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি পাওয়া দলগুলো ও শিরোপার তালিকাটি দেখে নিন-

১২-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (শিরোপা নেই)

১০-কিংস ইলেভেন পাঞ্জাব (শিরোপা নেই)

৮-দিল্লি ডেয়ারডেভিলস (শিরোপা নেই)

৮-চেন্নাই সুপার কিংস (৩ শিরোপা)

৪-মুম্বাই ইন্ডিয়ান্স (৩ শিরোপা)

৪-রাজস্থান রয়্যালস (১ শিরোপা)

২-ডেকেন চার্জার্স (১ শিরোপা)

২-রাইজিং পুনে সুপারজায়ান্টস (শিরোপা নেই)

১-কলকাতা নাইট রাইডার্স (২ শিরোপা)

১- সানরাইজার্স হায়দরাবাদ (১ শিরোপা)