আইপিএল ছেড়ে বাংলাদেশ জাতীয় দলে খেলবেন সাকিব

বর্তমানে ইনজুরির কারণে সাকিব আল হাসান আছেন দলের বাইরে। হাতের আঙুলের ইনজুরিতে পড়েছিলেন তিনি বিপিএলের শেষ ম্যাচে। এই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজের খেলতে পারছেনা সাকিব।

তবে এই সিরিজে খেলতে না পারলেও আইপিএলে দেখা যাবে তাকে। ২০১৯ সালে আইপিএল অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। আর সেখানেই খেলার কথা সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদে।

তবে বাংলাদেশ জাতীয় দলের আবার সফর রয়েছে মে মাসে। মে মাসের সাত তারিখ থেকে শুরু হবে এই সফর। যদি সানরাইজার্স প্লে অফে খেলতে পারে তাহলে কি করবে সাকিব?

জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার বলেন, বাংলাদেশ যখন খেলবে তখন সাকিব অবশ্যই দেশের হয়ে খেলবে।

বাশার বলেন, “সাকিব আল হাসান ১০-১৫ বছর ধরে খেলছে। আমার মনে হয়না তাকে নিয়ে গ্রুমিংয়ের প্রয়োজন আছে। সেজন্য তাকে আইপিএল থেকে আগে আগেই নিয়ে আসার প্রয়োজন নেই। এখানে আইপিএল বা থার্ড টেস্ট নিয়ে কোন প্রশ্ন নয়। এটা ফিটনেসের প্রশ্ন। তার সুস্থতাই আমাদের কাছে মুল বিষয়।”