আইপিএল মাতানো সেই পেসার এখন কৃষক

২০০৯ সালে নিজের আইপিএলের প্রথম আসরেই সাড়া জাগিয়েছিলেন কামরান খান। এমনকি কামরানকে ভারতের ভবিষ্যতের তারকা বলেছিলেন দলটির অধিনায়ক শেন ওয়ার্ন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে অদ্ভুত অ্যাকশনে বল করতেন এই পেসার।

আইপিএলে দুই বছর রাজস্থানের হয়ে খেলেছিলেন কামরান। এরপর ২০১১ সালে পুণে ওয়ারিয়র্সয়ের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু পুনের হয়ে খেলাকালীন বোলিং অ্যাকশন তাকে সমস্যায় ফেলে। আইপিএলের টেকনিক্যাল কমিটি, টিভি আম্পায়ার আমেস সাহেবা ভিডিও ফুটেজ রিভিউ করেন।

সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, আইপিএল কমিশনার ললিত মোদী (কনফারেন্স কলের মাধ্যমে) বৈঠকে যোগ দেন এবং কামরান দল থেকে বাদ পড়েন। এরপর আইপিএল থেকে বাদ পড়ে হায়দ্রাবাদের স্থানীয় ক্লাবে খেলেছেন কামরান। কিন্তু এরপর অন্য পেশা বেছে নেন কামরান। এই মূহূর্তে ভাইয়ের খেতে চাষ করেন তিনি।