আইসিইউতে ভর্তি নারীকে গণধর্ষণ, আটক পাঁচ

সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গত রবিবার ভারতের উত্তর প্রদেশের মীরুতে এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিভির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে সংবাদ সংস্থা এএনআইকে হাসপাতালটির জ্যেষ্ঠ কর্মকর্তা হরিমহন সিংহ বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে এক নারী হাসপাতালে ভর্তি হন। তিনি গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।’

এ ব্যাপারে ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে।

তাছাড়া ওই সময়ে আইসিইউয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন এ ঘটনার তদন্তে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ কর্তৃপক্ষ।