আগামীতে ভোটারদের কেন্দ্রে যেতে হবে না: ইসি

নির্বাচন ব্যবস্থা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এটা অতীতের চেয়ে অনেক বেশি আধুনিক ও গতিশীল, সে সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন। আমরা এখন এমন এক যন্ত্রযুগে উপস্থিত হয়েছি যে, অতি অল্পসময়ে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দিতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রবিবার (৩ মার্চ) আগারগাঁওয়ের ইটিআই ভবনে ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণে এমন মন্তব্য করেন মাহবুব তালুকদার।

তিনি বলেন, ‘যন্ত্রের পেছনের মানুষটির কর্মতৎপরতা বা অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি জানি না ভবিষ্যতে এমন দিন সমাগত কিনা, যখন প্রার্থীদের কাগুজে পোস্টার বা ব্যানার লাগিয়ে ভোট চাইতে হবে না, ভোটারদেরও কষ্ট করে ভোটকেন্দ্রে যেতে হবে না।’

ইসি বলেন, ‘সফটওয়্যার সম্পর্কে অধিকতর জ্ঞানে সমৃদ্ধ হবেন। সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে আপনাদের পূর্ণ সতর্কতা প্রয়োজন। তথ্য সংগ্রহ ও ফলাফল এন্ট্রির বিষয়ে ভুল হলে পুরো বিষয় ভ্রান্তিতে পরিণত হবে। এজন্য যন্ত্রের পেছনের মানুষটির কর্মতৎপরতা বা অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।’

মাহবুব তালুকদার আরও বলেন, ‘ভোটারদেরও কষ্ট করে ভোটকেন্দ্রে যেতে হবে না, নিজের বাড়িতে বা অফিসে বসে তিনি যন্ত্রের মাধ্যমে নিজের ভোটটি প্রদান করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবেই নির্বাচনের ফলাফল জানা যাবে। কথাগুলো এখন অলীক মনে হলেও বিজ্ঞানের অগ্রগতিতে হয়তো অদূর ভবিষ্যতে এ ডিজিটাল ব্যবস্থাপনা আমাদের দ্বারপ্রান্তে উপনীত হতে যাচ্ছে।’

‘এ স্বপ্ন সফল হলে ভোটারদের লাইনে দাঁড়াতে হবে না- এমনকি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন পড়বে না’ বলেও যোগ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।