আঙুলে ব্যান্ডেজ নিয়েই অনুশীলনে সাকিব

বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও খেলা হয়নি সাকিবের।

গত তিন সপ্তাহ দেশের বাইরে ছিলেন সাকিব। দেশে ফিরেছেন সাকিব। দেশে ফিরেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আঙুলের এক্সরে করিয়েছেন সাকিব। সাকিবের এক্সরে রিপোর্ট দেখে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে।

কিন্তু সাকিব এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন। মিরপুরের জিমনেশিয়ামে সময় কাটিয়ে তিনি বেশ কিছুক্ষণ রানিং করেছেন। মাঠে ফেরার লড়াইয়ে নেমে পড়েছেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে সাকিবকে দেখা যেতে পারে।