‘আজকে নয়, কোনও দিনই ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করি না’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছেন, ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করে না চীন। শুধু আজকে বলে নয়, কোনও দিনই বেইজিং তা করেনি।

লু কাং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠকের ব্যাপারে বলতে গিয়ে এমনটা জানিয়েছেন।

বিষয়টি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল, উত্তর কোরিয়াকে তারা ভারত এবং পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করেন কি না।

উত্তরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারত এবং পাকিস্তানকে তারা কোনও দিনই পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনেই করেননি। শুধু তাই নয়, এই ব্যাপারে তাদের অবস্থান কখনওই বদলাবে না।

এদিকে, চীনের এমন মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হয়। আর এর জের ধরে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় বিমান ঢুকে পরায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান।