আটক ভারতীয় পাইলটকে হস্তান্তর শুরু

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হয়। আর এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে দেশটি। তবে পাকিস্তান এ হামলার দায় নিতে নারাজ।

কাশ্মীরের ঘটনায় দুই দেশের মধ্যে এখন যুদ্ধ যুদ্ধ ভাব চলছে। গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তান সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে। ঘটনাপ্রবাহে পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হন দেশটির এক পাইলট।

এদিকে, আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে ওয়াগা সীমান্তে পৌঁছেছে পাকিস্তান কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে লাহোর থেকে ওয়াগা সীমান্তে নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে ইসলামাবাদ থেকে অভিনন্দনকে লাহোর আনা হয়। খবর দিয়েছে জি নিউজ, ডন উর্দু, এক্সপ্রেস নিউজ।

গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়াগাহ-আতারি সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। ওয়াগা সীমান্তে ভারতীয় বিমানবাহিনী ও দূতাবাসের কর্মকর্তাগণ সকাল থেকেই অপেক্ষা করেছিলেন। দুপুরের পর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন দুই দেশের দায়িত্বশীলরা।

এর আগে ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন ভারতের পথে রওনা দিয়েছেন। পাকিস্তানের ইসলামাবাদ থেকে তাকে নিয়ে আসা হচ্ছে লাহৌরে। সড়কপথে নিয়ে আসা হচ্ছে তাকে। খবর দিয়েছে আনন্দবাজার।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, শুক্রবার দুপুরের পর যে কোনো সময় অমৃতসরের ওয়াঘা-আতারি সীমান্তে আনা হবে অভিনন্দনকে। সেখানেই তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। প্রথমে তাকে রাওয়ালপিণ্ডি থেকে লাহৌরে আনা হবে। আর সেখানে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)-এর হাতে তুলে দেওয়া হবে। তার পরে তাকে নিয়ে আসা হবে ওয়াঘা-আতারি সীমান্তে। সেখান থেকে অভিনন্দনকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে।

বিষয়টি নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে জানিয়েছেন অমৃতসরের আতারি সীমান্তে অভিনন্দনকে গ্রহণ করতে তিনি নিজে উপস্থিত থাকবেন। পাশাপাশি ছেলেকে নিতে অমৃতসরে পৌঁছে গিছেন তার বাবা এয়ার মার্শাল এস বর্তমান ও মা শোভা বর্তমান।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, অমৃতসরে আছি। জানতে পেরেছি যে, পাক সরকার অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াঘা সীমান্তে তাকে আনা হবে। সীমান্ত থেকে তাকে গ্রহণ করা আমার কাছে একটা বড় সম্মানের বিষয়।

ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে শুক্রবার অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, শুক্রবার অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে।

ইমরান খান বলেন, ‘দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে তাকে মুক্তি দেওয়া হবে। সব সঙ্কটই আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কারতারপুর করিডর খোলা সত্ত্বেও আমরা ভারতের কোনো সাড়া পাইনি। পুলওয়ামা হামলার ৩০ মিনিটের মধ্যে আমাদের ওপর দায় চাপানো হলো। আমি বলছি না যে, ভারতের কোনো বিষয়ে পাকিস্তানের ভূমিকা আছে, তবে আমি তাদের তথ্য-প্রমাণ শেয়ার করার আহ্বান জানিয়েছিলাম।’