আবারো এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট

এশিয়ান গেমসে আবারো ফিরেছে ক্রিকেট। এশিয়ান গেমসের ২০১০ ও ২০১৪ আসরে ক্রিকেট ছিল। কিন্তু ভারত দল না পাঠানোর কারণে এশিয়ান গেমসের ২০১৮ আসরে ক্রিকেট ছিল না।

তবে আবারো এশিয়ান গেমসে ক্রিকেট ফিরেছে। ২০২২ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ক্রিকেট। যেখানে নারী ও পুরুষ উভয় দল থাকবে। এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে।

ভারত দলের সম্মতিতেই আবারো এশিয়ান গেমসে ক্রিকেট থাকছে। এ প্রসঙ্গে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘২০২২ সাল আসতে এখনো অনেক দেরি। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। আশা করছি ২০২২ সালে আমাদের নারী ও পুরুষ দল পাঠাতে সমস্যা হবে না।’

উল্লেখ্য, এশিয়ান গেমসের ২০১০ আসরে ক্রিকেটের পুরুষ ও মহিলা বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ ও পাকিস্তান। অন্যদিকে এশিয়ান গেমসের ২০১৪ আসরে ক্রিকেটের পুরুষ ও মহিলা বিভাগে স্বর্ণ জিতেছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান।