আমরা যেখানে বসতাম, সেখান থেকেই গুলি শুরু করেছিল: মুমিনুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন তারকা গিয়েছিলেন নামাজ পড়তে। টিম বাস থেকে নেমে হাটা শুরু করেন মসজিদের উদ্দেশ্যে। কিন্তু ততখনে গোলাগুলি শুরু। মসজিদের ভেতরে তখন হত্যাযজ্ঞ চালাচ্ছে এক খুনি।

বন্দুক হাতে গুলি করে মানুষ মারছে পাখির মত। স্থানীয় এক নারীর কাছে গোলাগুলির খবর পেয়ে দ্রুতই টিম বাসে উঠে যায় টাইগার তারকারা। সেখান থেকে পরে হেটে মাঠে আশ্রয় নেয় বাংলাদেশি তারকারা।

সেসময় মসজিদে নামাজ পড়তে যাওয়া মুমিনুল হক বলেন, আমরা যদি পাঁচ মিনিট আগে আসতাম তাহলেই আমরা মসজিদের ভেতরে থাকতাম। আমরা কেউই বেঁচে থাকতাম না। আল্লাহর অনুগ্রহ যে আমরা পাঁচ মিনিট পরে পৌছেছিলাম।

মুমিনুল আরো বলেন, মসজিদে পৌছলে আমরা নিশ্চিত ভাবেই পেছনের সারিতে থাকতাম। আর সন্ত্রাসীটি তো সেখান থেকেই গুলি চালিয়েছিল। আমরা কেউই বেঁচে থাকতাম না। ভিডিওতে দেখা যাচ্ছিল, সে কোন দিকেই তাকাচ্ছিল না। নির্বিচারে গুলি চালাচ্ছিল।