আমি নোবেল পাওয়ার যোগ্য নই: ইমরান খান

আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। নিজের এই উপলব্ধির কথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের দাবি তুলেছে পাকিস্তানের শীর্ষ মন্ত্রীরা।

তাছাড়া দেশটির পার্লামেন্ট থেকেও এমন দাবি তোলা হয়েছে। কিন্তু ইমরান খান বললেন, ‘নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি নই।’

এ ব্যাপারে টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। এর যোগ্য সেই ব্যক্তি, যিনি কাশ্মীরি জনগণের ইচ্ছার ভিত্তিতে কাশ্মীর বিতর্কের সমাধান এবং উপমহাদেশের শান্তি ও মানব উন্নয়নের পথ সৃষ্টি করতে পারবেন।’