আম্পায়ারদের এমন সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন স্টিভ রোডস

বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দেয়। যার ফলে দ্বিতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

যদিও দ্বিতীয় দিনের শেষে দুই আম্পায়ার কিছুক্ষণ অপেক্ষা করলে শেষ বিকেলে মিনিট ত্রিশেকের জন্য মাঠে নামাতে পারতেন দুই দলকে। কিন্তু তারা তা না করে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। আম্পায়ারের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি দ্বিতীয় দিনে খেলা না হওয়াটা দুই দলের জন্যই ভালো হয়েছে। কারণ এমন পরিবেশে ৪০ মিনিটের জন্য ব্যাটিং করতে নামাটা যেকোনো দলের জন্যই অন্যায় হতো।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেট মূলত অদ্ভুত এক খেলা। আপনি প্রায়ই অনেক দুই দিন, তিন দিনের ম্যাচ দেখে থাকবেন। তাই এখনো ম্যাচে ফল আসা খুবই সম্ভব বলে মনে করি আমি। দেখা যাবে আগামীকাল প্রকৃতি আমাদের কেমন আবহাওয়া উপহার দেয়।’