আয়ারল্যান্ডকে বড় টার্গেট দিল আফগানিস্তান

আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের মহা গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নেমেছে এই দুই দল। ম্যাচে প্রথমে ব্যাটিং করে আয়ারল্যান্ডকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানরা। শেহজাদ ৫ ও রহমত শাহ আউট হন ১ রান করেই।

এরপর হাল ধরেন জাজাই ও আসগর আফগান। দুজনে মিলে ৩০ রানের জুটি গড়ার পর জাজাই রান আউট হয়ে ফিরে গেলে ভাঙে এই জুটি। এরপর দ্রুতই হাসমতউল্লাহ (১১) ও সেনোয়ারি (৪) রান করে ফিরে গেছে ৭৪ রানেই ৫ উইকেট হারায় আফগানিস্তান।

এরপরই আসগর আফগানের সাথে ১১৭ রানের জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরান। দলীয় ১৯১ রানের মাথায় আসগর আফগান ৭৫ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

এরপর একপ্রান্তে নাজিবুল্লাহ জাদরান দারুণ ইনিংস খেললেও অপর প্রান্তের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৮তে থামে আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরান ১০৪ রান করে অপরাজিত থাকেন।