ইকার্দির পরের ঠিকানা রিয়াল মাদ্রিদ

ইন্টার মিলানের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে আর্জেন্টাইন তারকা মাওরো ইকার্দি। আর সেই ঝামেলার কারণেই তাকে এখন দলের বাইরে থাকতে হচ্ছে। ইন্টার মিলানের কোন ম্যাচেই আর দেখা যাচ্ছেনা এই ফরোয়ার্ডকে।

ইন্টার মিলানে ইকার্দির রিলিজক্লজ দেয়া আছে ১১০ মিলিয়ন ইউরো। সে চাইলে এই মূল্য পরিশোধ করে চলে যেতে পারবে। একদিন ইকার্দিকে ম্যাচে খেলানো হচ্ছেনা। অন্যদিকে তাকে বসিয়ে রেখে বেতনও দিতে চাইবেনা ইন্টার মিলান। তাই তাকে বিক্রি করে দেয়াটাই সুখকর হবে তাদের জন্য।

ইকার্দিকে কেনার জন্য আগ্রহী রিয়াল মাদ্রিদ। দলটির একজন ভালো ফিনিশার প্রয়োজন। কিন্তু ১১০ মিলিয়ন ইউরো দিয়ে আবার রিয়াল মাদ্রিদ তাকে কিনবে না। তার জন্য বড়জোর ৮০ মিলিয়ন দিতে রাজি ক্লাবটি।

১১০ মিলিয়ন না পেলেও দুষ্ট গরু বিক্রি দেয়াটাই ভালো মনে করছে ইন্টার মিলান। আর দুই পক্ষের সমঝোতা হলে আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে এই আর্জেন্টাইন তারকাকে এমনটাই জানিয়েছে স্পানিশ দৈনিক এএস।