ইতালির জয়ে ঐতিহাসিক রেকর্ড ময়েস কেনের

ইউরো বাছাই পর্বের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়েছে ইতালি। ম্যাচে ২-০ গোলে জিতে রবার্তো ম্যানচিনির দল। আর এই জয়ে একটি গোল করেন ময়েস কেন যা ছিল ইতালিতে ইতিহাস গড়া গোল।

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ৭ মিনিটের সময়ই ইতালিকে এগিয়ে দেন নিকোলো বারেল্লা। এরপর ৭৪ মিনিটে ঐতিহাসিক গোলটি করেন ময়েস কেন।

ময়েস কেন যখন এই গোলটি করেন তখন তার বয়স মাত্র ১৯ বছর ২৩ দিন। ইতালির ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে কনিষ্ট গোলদাতা এখন তিনি। ভেঙেছেন প্রায় ৬০ বছরের রেকর্ড।

ইতালির হয়ে সবচেয়ে কম বয়সী গোলকরা খেলোয়ার হলেন ব্রুনো নিকোল। তিনি গোলটি করেছিলেন ১৯৫৮ সালে। তখন তার বয়স ছিল ১৮ বছর ২৫৮ দিন।