ইতিহাসের সবচেয়ে দামী ১৩ ডিফেন্ডার

সর্বশেষ অ্যাতলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে কিনে নিয়েছেন বুন্দেশ লীগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অংকটাও একেবারে রেকর্ড গড়া। ৮০ মিলিয়ন মুল্যে এই তারকাকে কিনেছে বায়ার্ন।

ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে দামী ডিফেন্ডার তিনি। তাহলে প্রথম কে? তবে চলুন আমরা এক নজরে দেখেনেই ইতিহাসের সবচেয়ে দামী ১৩ ডিফেন্ডারকে।

১৩. লিওনার্দো বুনুচ্চি- ৪২ মিলিয়ন ইউরো

১২. থিয়াগো সিলভা- ৪২ মিলিয়ন ইউরো

১১. নিকোলাস ওতামেন্ডি- ৪৫ মিলিয়ন ইউরো

১০. লিলিয়ান থুরাম- ৪৬ মিলিয়ন ইউরো

০৯. রিও ফার্ডিন্যান্ড- ৪৬ মিলিয়ন ইউরো

০৮. ডেভিড লুইজ- ৪৯.৫ মিলিয়ন ইউরো

০৭. এডার মিলিটাও- ৫০ মিলিয়ন ইউরো

০৬. জন স্টোনস- ৫৬ মিলিয়ন ইউরো

০৫. কেইল ওয়ালকার- ৫৬.৫ মিলিয়ন ইউরো

০৪. বেনজামিন মেন্ডি- ৫৭ মিলিয়ন ইউরো

০৩. লাপোর্তে- ৬৫ মিলিয়ন ইউরো

০২. লুকাস হার্নান্দেজ- ৮০ মিলিয়ন ইউরো

০১. ভিরগিল ভ্যান ডিজক- ৮৫ মিলিয়ন ইউরো