উল্টো পাকিস্তানেরই বড় ক্ষতি হল

গত বছর দ্বিপাক্ষিক চুক্তি না মানায় ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে মামলা করেছিল পিসিবি। কিন্তু সেই মামলার রায় উল্টো গেছে পাকিস্তানের বিপক্ষেই। সেখানে ক্ষতিপূরণ তো আসেইনি, উল্টো ভারতকে ১.৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে তাদের। সেই টাকাই পরিশোধ করেছে পাকিস্তান।

পাকিস্তানের দায়ের করা সেই মামলায় ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিল পিসিবি। কিন্তু তদন্ত শেষে মামলা খারিজ হয়ে যায়। একই সাথে মামলার আইনি লড়াইয়ের জন্য খরচের ক্ষতিপূরণ হিসেবে ১.৬ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দিয়েছিল আইসিসি। ফলে সব মিলিয়ে প্রায় ২.২ মিলিয়ন লোকশান হল পিসিবির।

পাকিস্তান সভাপতি এহসান মানি বলেন, এই মামলায় হেরে আমাদের সব মিলিয়ে ২.২ মিলিয়ন ডলার লোকশান হয়েছে।