ঋষভ পন্থ-দীনেশ কার্তিকের মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে যাকে চান সৌরভ গাঙ্গুলী

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপে ভারতের স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ কে থাকবেন তা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে তর্ক-বিতর্ক।

এবার সে তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তবে এ প্রসঙ্গে তিনি ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। তার মতে, তারা দু’জনের কেউই হয়তো স্কোয়াডে থাকবেন না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দীনেশ কার্তিকের চেয়ে ঋষভ পন্থকে এগিয়ে রাখব। কার্তিক বেশ কিছু ক্যামিও ইনিংস খেলেছে ঠিকই, কিন্তু কেদার যাদবের মতো দলকে বিপদ থেকে টেনে তুলতে পারেনি। তাই ওদের মধ্যে কোনও একজনকে যদি বেছে নিতে হয়, তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে ঋষভকেই দলে নেওয়ার পক্ষপাতী আমি।’

তিনি আরো বলেন, ‘এমন হতেই পারে যে কার্তিক-ঋষভ দু’জনেই হয়তো স্কোয়াডের বাইরে থাকল। বিজয় শঙ্করের উপর যে ভাবে আস্থা দেখানো হচ্ছে তাতে এই দু’জনের কেউই হয়তো সুযোগ পেল না ইংল্যান্ডের উড়ানে। আর বিজয় শঙ্করকে যদি নেওয়া হয়, তবে লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও কার্তিকের মধ্যে একজনই হয়তো সুযোগ পাবে।’